মজাদার ভ্যানিলা কেক রেসিপি

নিজের ঘরেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মোলায়েম ভ্যানিলা কেক, সাথে থাকবে একটু বাদামের স্বাদও। জেনে নিন অসাধারণ এই রেসিপিটি-

উপকরণ:

১/২ কাপ ময়দা
১/২ চা চামচ বেকিং পাউডার
১/২ কাপ বাটার নরম করা
১ কাপ চিনি
২ টা ডিম
১ চা চামচ ভেনিলা এস্সেন্স
১/২ কাপ দুধ
কাঠ বাদামগুঁড়ো ২ চা চামুচ
কুচি কাঠ বাদাম উপরে ছিটানোর জন্য

প্রণালি:

১.প্রথমে ওভেন প্রি হিট করে নেবেন ১৬০ ডিগ্রীতে।
২.এবার মাখনের সাথে সাথে চিনি ভালো ভাবে মিক্স করে নিন।
৩.একে একে ডিম ময়দা আর দুধ ভেনিলা এসেন্স , বাদাম গুঁড়ো দিয়ে খুব ভালো ভাবে মিক্স করুন।
৪.বেকিং মোল্ডে আগে বাটার ব্রাশ করে নিয়ে মিশ্রনটা এবার বেকিং মোল্ড এ ঢেলে নিন। উপরে কুচি করা বাদাম ছিটিয়ে দিন। এই কেক বেক করুন ৪০ থেকে ৪৫ মিনিট ১৬০ ডিগ্রী তে।
৫.বেক করা হলে সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। তারপর বের করে স্লাইস করে পরিবেশন করুন।
উপকরন : পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, নারিকেল কোরা ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খেজুরের গুড়/চিনি ১ কাপ, ডিম ২টি, ঘি কোয়ার্টার কাপ, ঘন দুধ ১ কাপ, এলাচের গুঁড়া আধা চা চামচ। প্রনালী: চালের গুঁড়া শুকনা কাঠখোলায় টেলে নিন। ডিম ফেটিয়ে ঘি, দুধ, চিনি দিয়ে ফেটান। এর সাথে অন্যান্য উপকরণ দিয়ে মেখে নিন। খুব ভালোভাবে মাখুন। ওভেন প্রুফ বাটিতে তেল মেখে মিশ্রণ ঢালুন। ইলেকট্রিক ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রি তাপে ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
উপকরন : পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, নারিকেল কোরা ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খেজুরের গুড়/চিনি ১ কাপ, ডিম ২টি, ঘি কোয়ার্টার কাপ, ঘন দুধ ১ কাপ, এলাচের গুঁড়া আধা চা চামচ। প্রনালী: চালের গুঁড়া শুকনা কাঠখোলায় টেলে নিন। ডিম ফেটিয়ে ঘি, দুধ, চিনি দিয়ে ফেটান। এর সাথে অন্যান্য উপকরণ দিয়ে মেখে নিন। খুব ভালোভাবে মাখুন। ওভেন প্রুফ বাটিতে তেল মেখে মিশ্রণ ঢালুন। ইলেকট্রিক ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রি তাপে ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
উপকরন : পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, নারিকেল কোরা ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খেজুরের গুড়/চিনি ১ কাপ, ডিম ২টি, ঘি কোয়ার্টার কাপ, ঘন দুধ ১ কাপ, এলাচের গুঁড়া আধা চা চামচ। প্রনালী: চালের গুঁড়া শুকনা কাঠখোলায় টেলে নিন। ডিম ফেটিয়ে ঘি, দুধ, চিনি দিয়ে ফেটান। এর সাথে অন্যান্য উপকরণ দিয়ে মেখে নিন। খুব ভালোভাবে মাখুন। ওভেন প্রুফ বাটিতে তেল মেখে মিশ্রণ ঢালুন। ইলেকট্রিক ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রি তাপে ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
উপকরন : পোলাওয়ের চালের গুঁড়া ১ কাপ, নারিকেল কোরা ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খেজুরের গুড়/চিনি ১ কাপ, ডিম ২টি, ঘি কোয়ার্টার কাপ, ঘন দুধ ১ কাপ, এলাচের গুঁড়া আধা চা চামচ। প্রনালী: চালের গুঁড়া শুকনা কাঠখোলায় টেলে নিন। ডিম ফেটিয়ে ঘি, দুধ, চিনি দিয়ে ফেটান। এর সাথে অন্যান্য উপকরণ দিয়ে মেখে নিন। খুব ভালোভাবে মাখুন। ওভেন প্রুফ বাটিতে তেল মেখে মিশ্রণ ঢালুন। ইলেকট্রিক ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রি তাপে ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef

মন্তব্যসমূহ