বাটার চকলেট কেক




  1. ২কাপ ময়দা
  2. ১কাপ বাটার / মাখন
  3. ১কাপ চিনি
  4. ৩টেবিল চামচ চকলেট পাউডার
  5. ৩টেবিল চামচ দুধ
  6. ১টেবিল চামচ বেকিং পাউডার

ধাপ

  1. প্রথমে ময়দা টা কে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশাতে হবে তারপর অন্য একটি বাউলে বাটার আর দুধ টা কে চিনির পাউডার দিয়ে ভালো করে ফেটাতে হবে তারপর অল্প অল্প করে ময়দা টা মিশাতে হবে । 

  2. এবার মাইক্রোওভেনে টা কে প্রিহিট করে নিতে হবে তারপর অল্প ময়দার পেস্ট টা তে চকলেট পাউডার টা মিশাতে হবে এবার কেককের বাউল টি তে ভালো করে বাটার মেখে নিতে হবে তারপর দুই রকমের পেস্ট টা অল্প অল্প করে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী অল্প চেরি, কিসমিশ! কাজু দিয়ে দিতে পারেন এবার ওভেনে ৩০-৩৫মিনিট বেকিং করলে হয়ে যাবে। এবার তৈরি হয়ে গেল বাটার - চকলেট - কেক ।এবার গরম গরম পরিবেশন করুন ।

মন্তব্যসমূহ