সুইডিস এলমন্ড কেক রেসিপি

কেকের উপকরণঃ

    • ডিম ৪ টি ময়দা ১ কাপ
    • চিনি ১ কাপ (গুঁড়ো করা)
    • ভ্যানিলা ১ চা চামচ
    • মাখন ১/৩ কাপ
    • বেকিং পাউডার ১ চা চামচ
    • টপিং :- ৫০ গ্রাম লবণবিহীন মাখন
    • ১০০ গ্রাম ছেলা অ্যালমন্ড
    • ১/৪কাপ গুঁড়া চিনি
    • ২ চা চামচ ময়দা
    • ৩ টেবল চামচ হেভী ক্রিম
    • ১ চা চামচ ভ্যানিলা

প্রণালীঃ

ডিম ভালোভাবে বিট করে (কুসুম ও সাদা অংশ আলাদাও বিট করতে পারেন) অল্প অল্প করে চিনি দিয়ে বিট করুন। এরপর মাখন ও ভ্যানিলা দিয়ে জোরে বিট করুন।
এবার বিটার রেখে ময়দা ও বেকিং পাউডার চেলে নিয়ে ডিমের মিশ্রণে হালকা হাতে রাবারের চামচ দিয়ে মেশান। এটিকে গ্রিজ করা বেকিং ট্রেতে ঢেলে ১৫০ ডিগ্রী প্রিহিট ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করুন। এবার তাপ ২০০ ডিগ্রী দিয়ে আরও ১০ মিনিট বেক করুন।

টপিং :-

প্রথম ৩০-৩৫ মিনিট কেক বেক করার পর টপিং বানান। একটি সসপ্যানে মাঝারি আঁচে মাখন গলাও. এটি গলার পর বাকি উপকরণগুলো দিয়ে ১ মিনিট ফোটাও।
প্রথম ৩০-৩৫ মিনিট বেক করার পর ওভেন থেকে বের কর এবং অ্যালমন্ড মিক্সচার কেকের ওপরে ঢেলে দিন। কেকটি ওভেনে আবার রেখে ১০-১৫ মিনিট বেক করুন অথবা ওপরের অংশ বাদামী রং ধারণ করা পর্যন্ত। কেক হওয়ার পর ১০ মিনিট ঠান্ডা করুন। ধারালো ছুরি দিয়ে কেকের পাশ ছাড়িয়ে সাবধানে কেক বের করুন।

মন্তব্যসমূহ