নতুন স্বাদে "বুন্দিয়ার লাড্ডু এবং মুগ ডালের লাড্ডু" রেসিপি

বুন্দিয়ার লাড্ডু

উপকরণ

১. বেসন-১ কাপ,
২. পানি ১/২ কাপ,
৩. ভাজার জন্য তেল পরিমাণমতো৪. কাঠ বাদাম ১ চা চামচ,
৫. এলাচ গুঁড়া ১ চামচ।

সিরা তৈরিতে
১. চিনি দেড় কাপ,
২. পানি ১ কাপ।
> প্রথমে পানিতে চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন।

প্রণালি

> এবার একটি পাত্রে পানি ও বেসন দিয়ে খুব ভালো করে মিশ্রণ তৈরি করুন। বড় হাতলসহ ঝাজরা চামচে মিশ্রণ নিয়ে গরম তেলে ছাড়ুন। অল্প আচে বুন্দিয়াগুলো সোনালী রঙ করে ভেজে তুলুন।
> সবশেষে চিনির সিরায় বুন্দিয়া, বাদাম কুচি এবং এলাচ গুড়া দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।হাতে চিনির সিরা মেখে গোল গোল করে লাড্ডু তৈরি করুন।

মুগ ডালের লাড্ডু

উপকরণ

১. মুগ ডাল ১কাপ,
২. চিনি ১ কাপ,
৩. ঘি ১/২ কাপ,
৪. এলাচ গুড়া ১/২ চা চামচ,
৫. বাদাম পরিমাণমতো।

প্রণালি

> মুগ ডাল ভেজে গুড়া করে নিন। পাত্রে ১ চামচ ঘি দিয়ে বাদাম ভেজে রাখুন। এবার পুরো ঘি দিয়ে সব উপকরণ দিয়ে আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। গোল গোল আকারে লাড্ডু তৈরি করুন।

মন্তব্যসমূহ