রেড ভেলভেট চিজ কেক রেসিপি

উপকরণঃ
কেকের জন্য যা যা লাগবে :
  • ময়দা আড়াই কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
  • বেকিং পাউডার ১ চা চামচ
  • কোকো পাউডার ২ চা চামচ
  • বাটার ১/২ কাপ
  • লাল রং(ফুড কালার) ৩ টেবিল চামচ
  • লবণ ১/২ চা চামচ
  • চিনি দেড় কাপ
  • ডিম ২টি
  • বাটারমিল্ক ১ কাপ
ফ্রস্টিং:
  • ক্রিম চিজ ২ কাপ
  • বাটার ২ কাপ
  • চিনি ২ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ
প্রণালীঃ
  • প্রথমে একটা পাত্রে ডিম ভালোভাবে ফেটে নিন। অন্য একটা পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ একসাথে মেশাতে হবে
  • তারপর মিশ্রণটি ফাটানো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটু বাটার মিল্ক দিয়ে ব্লেন্ড করতে হবে
  • এরপর এতে লাল রং (ফুড কালার), ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে
  • ২৯ ইঞ্চি অথবা ৩৮ ইঞ্চি কেক প্যানে কেকের মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিতে হবে
  • ৩৫০ ডিগ্রি প্রি হিটেড ওভেনে ২০-৩০ মিনিট বেক করতে হবে। কেকে মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখুন বেক হয়েছে কিনা
  • বেক হয়ে গেলে কেকটি নামিয়ে ঠাণ্ডা করুন
  • কেকের উপরের অংশ কেটে সমান করে নিন
  • এবার ফ্রস্টিং এর পালা
  • একটি বাটিতে ক্রিম চিজ, বাটার, চিনি, ভ্যানিলা দিয়ে বিট করে নিতে হবে
  • এরপর মিশ্রণটি কেকের উপরে এবং চারপাশে ছুরি দিয়ে বিছিয়ে সমান করে দিতে হবে
  • হয়ে গেল রেড ভেলভেট চিজ কেক। মনের মতো করে চেরি, জেমস ছড়িয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে পরিবেশন করুন।

মন্তব্যসমূহ