ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি


  • ময়দা – ১-১/২ কাপ
  • ডিম – ৪ টা
  • তেল – ৩/৪ কাপ
  • চিনি – ১-১/২ কাপ
  • বেকিং পাউডার – ১-১/২ চা
  • লিকুইড দুধ ১/৩ কাপ
  • ভেনিলা এসেন্স – ২ চা চা

প্রনালি

– ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে আলাদা পাত্রে।
– ডিমের কুসুম ভাল মত বিট করে ক্রিমি হলে অল্প করে চিনি আর দুধ এড করে বিট করতে হবে।
– এভাবে পুরা চিনি আর দুধ বিট করতে হবে।তেল ও ভ্যানিলা দিয়ে বিট করতে হবে।
– ময়দা আর বেকিং পাউডার টা চেলে এর সাথে কুসুমের মিশ্রণটা কাঠের চামুচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিলাতে হবে যাতে কোন দলা না থাকে।
– এবার ডিমের সাদা অংশ টা ফোম করে নিতে হবে।
– ময়দা ও কুসুমের মিশ্রনের সাথে ডিমের ফোম টা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে ৩/৪ বারে মিলাতে হবে।
– এবার কেক পেন এ তেল ব্রাশ করে তাতে কাগজ বিছিয়ে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
– এবার প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে ১৭০ ডিগ্রী তাপমাত্রায় ৪০ মিনিট বেক করুন। এবার টুথপিক দিয়ে চেক করে দেখুন কেক হয়েছে কিনা। না হলে
– আরও কিছুক্ষণ রাখুন। হয়ে গেলে বের করে ঠাণ্ডা করে কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভ্যানিলা পাউন্ড কেক ।

মন্তব্যসমূহ